মুক্তবুদ্ধি চর্চার নিবেদিত প্রাণ, দেশের প্রথিতযশা সাংবাদিক, গবেষক,কলাম লেখক, বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর চলে যাওয়ায় জাতি অভিভাবক শূন্য হয়ে পড়ল।
তারা বলেন, প্রথিতযশা সেয়দ আবুল মকসুদের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা, সাহিত্য ও মুক্তবৃদ্ধি চর্চার জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি তার অসামান্য কর্মের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃদ্বয় আরো বলেন, সৈয়দ আবুল মকসুদ ছিলেন অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী। তিনি রাষ্ট্র, রাজনীতি, সাহিত্য এবং বিভিন্ন ইস্যুতে গবেষণায় দক্ষতার প্রমাণ রেখেছেন। তার মৃত্যুতে জাতি এক অকৃত্রিম অভিভাবককে হারালো।