মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর একমাত্র প্রয়াত পুত্র সায়েম-উর-রহমানের স্মৃতি রক্ষার্থে গঠিত ‘সায়েম মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ করেছেন।
২৫ জানুয়ারি ২০২১ রোজ সোমবার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র ‘কম্বল’ তুলে দেন মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মাইনুল হক এর সন্তান তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ ইকরামুল হক মৃদুল।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।
ইকরামুল হক মৃদুল বলেন, শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রীবাসী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।শীতকালে দরিদ্র ও ছিন্নমূল মানুষের শীত নিবারণ অতীব প্রয়োজন। শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব।শীতবস্ত্র বিতরণে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন প্রতি বছরের মতো এ বছরও আত্ন মানবতার সেবায় সর্বদা নিয়োজিত সায়েম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়েম। ওই সময় আওয়ামী লীগ নেতা নানকের ছেলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটি গিয়েছিলেন মোহাম্মদপুরে নানকের বাসায়।