মোঃআজমাইন মাহতাবঃ মোহনা টেলিভিশনের নিউজ রুম এডিটর ও সংবাদ পাঠিকা সাংবাদিক জেসমিন জাহান গত ২৩ জুলাই করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি বতমানে শারীরিক জটিলতা নিয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিন জাহানের ছোট বোন ইসমত নীরা বলেন,করোনাকালে ও নিজ দায়িত্ব পালন করেন আপা।সম্প্রতি তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধমীয় প্রতিস্থান ও সবার, কাছে দোয়া চাওয়া হয়েছে।তাঁর অসুস্থতায় জেলা ও উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে ও রোগমুক্তি কামনা, করা হয়