রাজধানীর পুরানা পল্টন ও জিরো পয়েন্টে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। উভয় এলাকায় রাস্তা অবরোধ করে সরকারের পতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
আজ ১৪ ডিসেম্বর ২০২০ রোজ সোমবার দুপুরে তারা সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। রাজধানীর পুরানা পল্টন মোড় ও জিরো পয়েন্ট এলাকায় জড়ো হয়েছিল বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিন জাতীয় প্রেস ক্লাবে সকালে পেশাজীবী পরিষদ আয়োজিত “শহীদ বুদ্ধিজীবী দিবস ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ঘিরে সেখানে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে দেখা যায়। আলোচনাসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে নেতাকর্মীরা মুক্তাঙ্গনের দিকে অগ্রসর হতে শুরু করে।