মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকভাবে একযুগ পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কৃষক লীগের নেতৃবৃন্দ।
আজ ৬ জানুয়ারি ২০২১ রোজ বুধবার সকালে সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় ১৯, বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেক কাটার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উদযাপন করা হয়।
সভা শেষে আনন্দ শোভাযাত্রা শুরু করা হয়, আনন্দ শোভাযাত্রাটি নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আওয়মী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
সভার সভাপতি কৃষিবিদ সমীর চন্দ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তৃণমূলে কৃষক সংগঠন সুগঠিত করার মাধ্যমে কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মোঃ জাহাঙ্গীর আলম, হোসনে আরা বেগম এমপি, আলহাজ্জ মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মোঃ রেজাউল করিম হিরন, আলহাজ্জ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল বাহার রানা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলির সদস্য আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী, এ্যাড. শামীমা সুলতানা, ডা. মজিবুর রহমান মিয়াজী, এফতেখার হোসেন দুলু, কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, এ্যাড. রাবেয়া হক, কামরুল ইসলাম লিটু, কৃষক লীগের সদস্য কমল কান্তি মজুমদার, শফিকুল ইসলাম মিন্টু, কৃষ্ণ গোপল পাল, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, আলহাজ্জ মোঃ জাকিউদ্দিন রিন্টু, মোঃ আমজাদ হোসেন, আহসান হাবিব এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান সহ প্রমুখ।