মোঃ ইব্রাহিম হোসেনঃ সম্প্রতি সংখ্যালঘুদের মাঝে নৈরাজ্য সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান-এর নির্দেশে ও ইমামুল হাসান হেলাল ভাই এর দিক নির্দেশনায় সাবেক ৪১, বর্তমান ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক বিপ্লবী সহ-সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ মিন্টু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে উক্ত বিক্ষোভ মিছিলটি মিরপুর ৬০ ফিট রোড থেকে শুরু হয়ে আগারগাঁও, তালতলা, সংসদ সচিবালায় কোয়ার্টার হয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিপরীত পাশে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলো শেরেবাংলা নগর থানা ছাত্রদলের অন্তর্ভূক্ত ২৮ নং ওয়ার্ড ছাত্রদল, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক বিপ্লবী সহ-সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ মিন্টু’ বলেন, বিগত দিনে আওয়ামী স্বৈরাচার সন্ত্রাসীরা নিরীহ মানুষের ওপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে, লুটপাট করে দেশের টাকা বিদেশের মাটিতে সম্পাদ গড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এদের নির্মূল করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি আরো বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে ছাত্রদলে তাদের কোন স্থান নেই। আমরা আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচন ভোটের মাধ্যেমে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল সরকার গঠন করে বাংলাদেশকে একটি উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবো, বাংলাদেশের উন্নয়ন বিএনপির অব্যহত থাকবে।
শেরেবাংলা নগর থানা ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে বিশাল জনসমাগম দেখে ইউনিটের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশে জাতিয়তাবাদী ছাত্রদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃবৃন্দ।