January 25, 2025, 8:25 pm
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহি নিহত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম বাউফলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন কালুখালীতে চাঁদা না পেয়ে কলেজের প্রভাষক স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে যখম, আটক-৩ ছাত্র-জনতা আন্দোলনে জামায়াত নেতারা কি শরীক ছিল ? প্রশ্ন এ্যাড. জহিরুল ইসলাম অপু নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? প্রশ্ন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপিঃ হাসনাত আবদুল্লাহ আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল: ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল

সন্ত্রাস চাঁদাবাজ , মাদক ও দখল মুক্ত রাজনীতি চাই: রবিউল আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, April 16, 2022
  • 246 Time View
শ্লোগানে আছে, বাস্তবে নাই। ১৯৮১ সালে ওয়ার্ড আওয়ামীলীগের দায়ীত্বে থাকা নেতা খুরশিদ আলম সাথে এদিক ওদিক নেতাদের বাড়ীতে, গোপন স্থানে। অথবা বার্তা নিয়ে হাজির হতাম কোনো এক অফিসে। বিষয় একটাই, কিছু টাকা দিন। রাজনৈতিক কর্মসুচি বিনে টাকায় হয় না। চিকা মারো, পোস্টার করো। জনসভা ও গোপন সভা, সবকিছুতেই অর্থের প্রয়োজন। একার পক্ষে রাজনীতির অর্থ যোগানো সম্ভব নয় বলেই হাত পাত্তে হয়। দেওয়ার মনমানসিকতা ছিলো বলেই মজিব আদর্শ আজ পুর্ণাঙ্গ। রাজনীতির আগে অর্থনীতির যোগানের কথা ভেবে যারা নীতি আদর্শের কথা বলেন, আদর্শের রাজনীতি তাদের জন্য। তবে ছিঁড়াখেতার রাজনীতি এখন আর লক্ষ্য অর্জন হয় না। নিজের মনে পোষণ করে অফিস পাহারা দিতে দিতে ইহকাল ত্যাগ করতে হয়। বিরোধী দলের রাজনীতির চরিত্রের সাথে মিলাতে পারছি না। যেখানেই হাত পেতেছি, হাতের সাথে পেট ভরে দিয়েছে। মনের আনন্দে রাজনীতির জন্য দিন আর রাত ছিলো না। বিএনপির একটি ইফতার পার্টির ভিডিও লাইফ দেখে পুরোনো ব্যাথা চমকিয়ে উঠলো। একটি ওয়ার্ডে দুইটা গরু জবাই, আনুসংগীক উল্লেখ করা হলো না। টাকা আসে কোত্থেকে ? সরকারী দল করে এখনো ইফতার করাতে পারলাম না। নগর আগের মত একশত টাকা দেয় না, কাউন্সিলর’রা নিজেদের ছাড়া বুজেন না। এমপি মন্ত্রীর সময় হয় না। সবাই মনে করে চাঁদাবাজির উপর নির্ভর রাজনীতি, মুক্ত করে বিপদ কার গারে নিবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র চাই, শ্লোগানের মাঝেই রাখতে হবে। যারা পারবেন না , তাদের কে রাজনৈতিক হওয়ার প্রয়োজন নাই। সরকারী দলের অভিজ্ঞতা ছাড়া হিসেব মিলাতে পারেন না বলেই কিছু দলছুট নেতা আমদানি করতে হয়। প্রতিটি সম্মেলনে তাই হয়েছে। এইবারে ও কি তাই হবে ? আমদানি রপ্তানির সম্মেলন হলে কথা নাই। না হয় কিছু গোপন কথা হতেই পারে মজিব আদর্শের রাজনীতি বিস্তারের জন্য, সততার রাজনীতি কে বাচিয়ে রাখার জন্য, রাজনৈতিক কর্মসুচির অর্থের জন্য। এই দেশটা আমাদের, দেশের মানুষ আমরাই। নিজেরা ও নিজেদের দলকে চাঁদাবাজ মুক্ত করতে না পারলে শ্লোগান হবে অর্থহীন। জয় বাংলা।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102