মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ডের ৬নং ইউনিট আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন প্রস্তুতি উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর ২০২১ রোজ সোমবার বাদমাগরিব টিক্কাপাড়া মসজিদ রোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।
অনুষ্ঠানটি আয়োজন করেন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিট-ওয়ার্ড-থানা কমিটিতে স্বাধীনতা বিরোধীরা, হাইব্রিড, সুবিধাবাদী, অনুপ্রেবেশকারী, সন্ত্রাসী, মাদক কারবারী ও চাঁদাবাজ প্রবেশ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধা ভাবে কাজ করতে হবে এবং প্রকৃত আওয়ামী পরিবারের সদস্য থেকে বাছাই করে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার মাধ্যমে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্যদের মূল্যায়ন করা হবে।