মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন ৩ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে হাতি মার্কা নিয়ে ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দীন সিকদার।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দীন সিকদার দৈনিক খাস খবর বাংলাদেশ পত্রিকাকে জানান, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আমি সব সময় সুখে-দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকবো আর মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতিকে আধুনিকায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো দেখব এবং ব্যবসায়ীদের সব ধরনের বিপদ-আপদে পাশে থাকব ইনশাল্লাহ।
এদিকে ৩ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার রাতে রাজধানী মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দীন সিকদার জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ দেলোয়ার হোসেন ধলু।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধি ছাড়াও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।