ডেস্ক রিপোর্ট খাস খবর বাংলাদেশঃ সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে মনিরা আফরোজ মিম নামে বাংলাদেশ যুব মহিলা লীগের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) যুব মহিলা লীগ সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে শক্তির সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য মনিরা আফরোজ মিমকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এদিকে, মনিরা আফরোজ কী তথ্য কোথায় পাচার করেছেন তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক দলীয় তথ্য বাইরে পাচার করতেন মনিরা।