শোক শক্তি অর্জন করে, মানব সেবার উদাহরণ হতে পারে, মজিব জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনা প্রমান করেছেন।অপদার্থরা জিয়ার লাশ খুঁজে
Reporter Name
Update Time :
Sunday, August 29, 2021
174 Time View
জনাব রবিউল আলমঃ
মত ও মতবাদ সুস্থ বিকাশের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের প্রতিক হতে পারে। হিংসা ধ্বংস হত্যার রাজনীতি ক্ষনিকের জন্য আপনাকে উচ্চ বিলাসী, উচ্চাসনে নিতে পারে, ইতিহাস ক্ষমা করে না। জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানে আছে কি-না, হত্যার পরে তিনদিন লাশ পরেছিল,শিয়াল কুকুর কি জিয়াকে রাষ্ট্রপতি মনে করে চুমা দিয়ে ছিলো কি-না, শিয়াল কুকুরে লাশ নিয়ে টানাটানি,ক্ষতবিক্ষত লাশগুলো চিনা যাচ্ছিল না। বিএনপি নেতারা আত্নগোপনে কোথায় ছিলেন লাশ ফেলে ? কেনো পোস্টমর্টেম রিপোর্ট করানো হলো না। জিয়া হত্যার মামলা হলে অনেক প্রশ্নের সমাধান হতে পারতো। প্রকৃত সত্য জিয়ার লাশ খুঁজে পাওয়া যায় নাই। জিয়া রাষ্ট্রপতি হওয়ার পরে সামরিক পোষাক পড়েন নাই। খাকী পোষাকের একজনের লাশ এনে বিএনপির ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছেন মাত্র । আজও মানব সেবার পরিবর্তে লাশের রাজনীতি করছেন। তা হলে বিএনপি-জামাতের সুদীর্ঘ রাজনীতির অর্জন কোথায় ? শোক শক্তি অর্জন করতে পারে, জাতীয় ঐক্যের প্রতিক হতে পারে, দেশ ও জাতির উন্নয়নে ভুমিকা পালন করতে পারে। মজিব জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন। তার একটা নির্দেশে লাক্ষো মানুষের পুর্ণবাসন, একটি নির্দেশে কোটি মানুষের খাদ্যভাব পুরণ, বিশ্ব ইতিহাসের বিস্ময়। এর চেয়ে মানব সেবার উদাহরণ আর কি হতে পারে ? ১৫-২১ আগস্টের শহিদ দের আত্নাও বাংলার মানুষের সেবা করতে পারে। হত্যার রাজনীতির প্রতিদান জিয়াকে আল্লাপাক রাব্বুল আলামিন দিয়েছেন, আজ তার লাশ ও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ ছাড়া বিএনপি-জামাতের রাজনীতি হচ্ছে না। যাদের নিজেদের যোগ্যতা নাই বাংলার মানুষের অসহায়ত্বের সময় পাশে দারানোর, তারা লাশের বিতর্ক ছাড়া আর কিইবা করতে পারে। আমি দেখিনি জিয়ার মৃত্যু বার্ষিকীতে এক পোটলা খাদ্য সামগ্রী নিয়ে গরিব দুঃখী মানুষের পাশে ধারাতে। লাশ কোথায় আছে, কীভাবে, খালেদা জিয়া,তারেক জিয়ার প্রয়োজন হয় নাই।তাদের প্রয়োজন ছিলো ১৫ আগস্ট মিথ্যে জন্মদিনের। মির্জা ফকরুল ? জিয়ার লাশের আপনার কি প্রয়োজন হলো, বুঝতে পারলামনা।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।