শোকের মাস,বাঙালি জাতির পিতা হারানোর শোক থেকে শক্তিতে বলিয়ান আগস্ট
Reporter Name
Update Time :
Tuesday, August 1, 2023
75 Time View
পিতার অপুর্ণ আত্নার শান্তী, বাঙালি জাতির মর্যাদার লড়াইএ শেখ হাসিনা বিশ্বের ইতিহাস। হত্যাকারীদের বিচারের আওতায় এনে, হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের উন্নয়ন, বাঙালি জাতির পিতার স্বপ্ন পুরণের মাধ্যমে। বিধাতার লীলা থেকে আমার কেউ মুক্ত নয়। বঙ্গবন্ধুর হত্যাকারীরাও মুক্ত হতে পারেনি। খন্দকার মোশতাকের মৃত্যুর করুন কাহিনী হয়তো এই জাতির, সবার জানার কথা নয়। অন্ধকার এক কুটিরে ফেলে রাখা হয়েছিল।হাত পায়ে কুষ্ঠ রোগ হওয়ার জন্য নিজ সন্তানেরা কাছে যেতো না, বাড়ী এক চাকর বন্দী কুকুরের মতো খাওয়ার প্লেট লাঠি দিয়ে এগিয়ে দিতো, দুর্গন্দে কাছে যাওয়া যেতো না। মাংসগুলো আলাদা আলাদা হয়ে পরতো। মৃত্যু ও কাছে আসতে চাইতো না।
ইচ্ছে করে মরতেও পারতোনা, হাত পা মুখ খশে পরার কারণে।
জিয়ার মৃত্যুর করুন কাহিনী বাঙালি জাতি অবগত, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হত্যার শিকার হওয়ার জন্য। তিনদিন পরেছিল জিয়ার লাশ, চট্টগ্রাম সর্কিট হাউজে কুকুরগুলো টেনে হিছরে ছিন্নভিন্ন করেছে, খায় নাই ঘৃন্যে। অবশেষে দুর্গন্ধ এরাতে মাটি চাপা দেওয়া হলো। চট্টগ্রামে সাজানো বাক্সের নাটক শেরে-বাংলা নগরে সমাধী করা হয়।জেলখানায় ফাসীর দড়ি, বিদেশে আত্ন গোপনের জীবন, আত্নীয়স্বজন হীন, পরিবার বিহীন নরক যন্ত্রণা, ইতিহাসের আস্তাকুঁড়ের এই জীবন নিয়ে এখনো দুই-চার জন বেঁচে আছেন। প্রতিশোধের ধরন অনেক দেখিয়েছেন বিধাতা, এখনো দেখাচ্ছেন, শেখ হাসিনার মাধ্যমে। বিধাতার দুই হাত ভরে দিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে। বাঙালি আজ মঙ্গা বোঝে না, দুর্ভিক্ষ দেখে না, পদ্মানদীতে,নদীর তলদেশ দিয়ে গাড়ী চলায়। আকাশের সেটেলাইট দিয়ে টেলিভিশন দেখে, মোবাইল ও মোবাইল দিয়ে ব্যাংক চালায়। সকল বিলের টাকা পরিশোধ করে। জাহাজ, উড়ু জাহাজ, যুদ্ধ জাহাজ বানানোর স্বপ্ন দেখছে, দেখাচ্ছে শেখ হাসিনা।বিশ্বের মোড়ল’রা এখন দিশেহারা শেখ হাসিনা কে আটকানো জন্য। পিতার কাছ পাওয়া রাজনৈতিক শিক্ষা ব্যবহার করা শুরু করেছেন। বাংলার লুটেরা ও বাঙালি লুটেরা’রা বুজুক আর না বুজুক, শেখ হাসিনা বুঁজে নিয়েছে, জীবন একটাই। স্মরনীয় করে রাখার জন্য, দান করতে হয়। বাবা যা করেছে। ত্যাগের মহিমায় বাঙালি জাতির পিতার আসনে।ভোগে, জিয়া, খন্দকার মোস্তাক হওয়া যায়। বিলাসিতার খালেদা, অপচয়ে তারেক।
নেড়া বেলতলায় একবারই যায়, অস্ত্রের মাধ্যমে হত্যার ইতিহাসে যারা যুক্ত, তারা গনতন্ত্রের ভাষা বুঝবেন না। বুজাইতে হবে, তাদের ভাষায় ২০২৪ এর নির্বাচনে, নৌকায় ভোট দিয়ে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।