সাহিদুল এনাম পল্লব:
গত ১ জুলাই ঢাকা মহাখালী ডিওএইচএস ঢাকায় বসবাসকারী ১১ নম্বর আবায়পুর ইউনিয়ন বাসীদের উদ্যোগে ‘এসো এগারো হই’ স্লোগানকে ধারণ করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঢাকাস্থ, উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত একঝাঁক তরুণদের সমন্বয়ে আত্মপ্রকাশ ঘটলো, ‘লিজেন্ড এগারো-Legend Agaro’ নামে সামাজিক ও মানবিক সংগঠন এবং অভিজাত ক্লাবের।
আজ সকালে ক্লাবটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় মহাখালির ডিওএইচএসে। ক্লাবটি সমাজের মানুষের আত্মমর্যাদা ও মানবিকতাবোধকে অক্ষুন্ন রেখে তাদের আত্মকর্মসংস্থানের কাজে সহযোগিতা করে যাবে।
সমাজকে আলোকিত করার প্রত্যয়ে আজ ক্লাবটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ২০২২-২৫ অনুমোদিত হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হন যথাক্রমে অ্যাডভোকেট আনিচুর রহমান মৃধা ও আনিসুর রহমান রুবেল।
এছাড়াও সহ সভাপতি ফরহাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক দিলীপ কুমার, অর্থ সম্পাদক মো. শাহিদুজ্জামান মিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কার লিটন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তৌহিদ তপু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিব রায়হান, কার্যকরি সদস্য-১ রোকনুজ্জামান রিয়াজ, কার্যকরি সদস্য-২ তাপস কুমার দে মনোনীত হন। সংগঠনটির স্হায়ী কার্যালয় হবে হাটফাজিলপুর বাজার এবং অস্হায়ী কার্যালয় হবে ঢাকায়। ক্লাবটির সকল কার্যক্রম ঢাকা থেকেই পরিচালিত হবে।