ষ্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শৈলকুপা উপজেলা শাখা ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস ‘ উপলক্ষে শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সিপিবি নেতা কমঃ আবু কালাম আজাদ এর সভাপতিত্বে এবং আলমগীর অরণ্যের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, সিপিবি ঝিনাইদহ জেলা সভাপতি কমঃ রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক কমঃ স্বপন বাগচী, বাসদ ঝিনাইদহ জেলা সমন্বয়ক কমঃ এ্যাড, আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক কমঃ সাহিদুল এনাম পল্লব, নারীমুক্তি পরিষদ কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শৈলকুপা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গীরিন্দ্রনাথ দাস, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শ্যামল রায়, জেলা বাসদ সংগঠক আসাদুর রহমান, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তোয়াব অপু ও হিন্দু মহাজোট ঝিনাইদহ জেলা সভাপতি অনুপম বিশ্বাস।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সেই সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক কমঃ সাহিদুল এনাম পল্লবের জীবন নাশের হুমকি দাতাদের অবিলম্বে গ্রফতারের দাবী জানান।