জননেত্রী শেখ হাসিনার মনের মাঝে থেকে যায় শুধু নতুন উন্নয়নের রেশ,
চক্রান্ত কারীদের সমস্ত চক্রান্ত আজ রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সরকার আজও আছেন জনগণের পাশে,
তাই মানবতার মা হয়ে গরীবদুঃখী মানুষের খোঁজ খবর রাখেন প্রতি মাসে।।
আজকের দিনের মানবতার মা হয়ে উদার করেছ তোমার অসাধারণ মন,
তোমার মত প্রধানমন্ত্রী মাগো বাংলার বুকে আবারও আছে প্রয়োজন।।
আজকের দেশ বিরোধী সন্ত্রাসীরা আজও দেয়নি তোমাকে একটুও শান্তি,
সারাবিশ্বে বাহবা নিয়ে অসীম সাহসীকথায় বাংলাদেশের আজও প্রধানমন্ত্রী।।
জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের অনেক পতাকা উড়িয়েছেন এই দেশে,
তাই সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকরে বিশ্বের নেতারা আজ তারই পাশে।।
বিশ কোটি জনতা তোমার পাশে উন্নয়নের নেত্রী তুমি আজ পরোয়া কিসের,
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামের সেইছোট্ট খুকী প্রধানমন্ত্রী বাংলাদেশের।।
মানবতার ফেরিওয়ালা হয়ে মাগো দেশের শান্তিতে আজও করেছেন বিচরণ,
দশ লক্ষ রহিঙ্গার আশ্রয়ে সারাবিশ্ব বাহবা দিয়ে করছে অসাধারণ আচরণ।।
গোপালগঞ্জের ছোট্ট গ্রামটিতে জন্মেছিলে আজকের দিনটিতে শুধু তুমি,
সেদিনের আকাশ বাতাস সাক্ষীআর জনম জনমের প্রিয় ছিলো ভূমি।।
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালীর শোধ করতে পারিনি আজও তার রক্তের ঋণ,
আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম অসাধারণ শুভ জন্মদিন।।