ভোরের আলো ফোটার আগেই ৩২ নাম্বার বাড়ীর পাখী গুলো সকালটা দেয় রাঙিয়ে?
ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ী পাখীগুলো ছোট্ট শেখ রাসেল সোনারই ঘুম দিলো ভাঙিয়ে।।
চার পাশের অপরূপ সুন্দর ভোরের একটা পাখীছিলো ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে?
প্রিয় সাইকেলে টুংটাংবেল বাজিয়ে রাস্তায় নিজে চলতো সহজে উঠতো না গাড়ীতে।।
শেখ রাসেল সোনা খুব ভোরে উঠে কবুতর গুলোকে খাইয়ে দিতো আঁকাশে উড়িয়ে?
শেখ হাসিনা হাসু আপাকেই ছোট্ট রাসেল সোনা নানান প্রশ্ন করে মাথা দিত ঘুরিয়ে।।
ছোট্টভাই রাসেলসোনা সাইকেলে ধানমন্ডি ৩২নাম্বার সামনেরাস্তায় দাপিয়ে বেড়াতো?
প্রিয় হাসু আপার সাথে ছোট্ট ভাই অপরূপ সৌন্দর্যে অপূর্ব সুন্দর সময়টুকু কাটাতো।।
হাসুআপা আজও খুঁজে বেড়ায় তার শয়নে স্বপনের প্রিয় ভাইটি শেখ রাসেল সোনা?
অপরূপ সৌন্দর্যের অপূর্ব বাংলার আনাচে কানাচে খুঁজেযায় জননেত্রী শেখ হাসিনা।।
পৃথিবীর আলো বাতাস যখন স্তব্ধ হয়ে যায় রাসেলের কান্নায় তাওজীবন করেনি দান?
ভোরের আলো ফোটার আগেই ঘাতকেরই নির্মম বুলেটের আঘাতে কেঁড়ে নিল প্রান।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইটির ভালোবাসায় সমস্ত হৃদয়ে রেখেছে ঘিরে?
হাসু আপা হাজার মানুষের ভীড়ে একান্তই নিভৃত্যে রাসেলকে আজও খোঁজে ফিরে।।
আজ শেখ রাসেল সারা দেশে ষোল কোটি মানুষের ভালোবাসায় চোখে আসে জল?
মাননীয় প্রধানমন্ত্রীর ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে শেখ রাসেল স্মৃতির আবাস স্থল।।
মীর জাফর মোশতাকের নির্দেশে বুলেটের আঘাত রাসেলের বন্ধ করেছিলি নিঃশ্বাস?
তাই তোকে অজও গাল দেয় মীর জাফর মোশতাক ভেঙ্গে ছিলি বাঙালীর বিশ্বাস।।
১৫ই আগস্টে খন্দকার মোশতাক ধানমন্ডি ৩২নাম্বার বাড়িতে মুহুর্তে করেরক্তে রঙিন?
আবার ফিরে আসে ১৮ই অক্টোবরে শহীদ শেখ রাসেল সোনার আজ শুভ জন্মদিন।।