মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুল রহমান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও আগামী কাউন্সিলে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার)।
এক বৃবিতিতে শেখ বজলুল রহমান এর দীর্ঘায়ু কামনা করে মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) বলেন, আপনি যেভাবে নীরবে-নিভৃতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে সাথে নিয়ে কাজ করে চলেছেন আগামীতে আরো কাজ করতে পারেন সেই দোয়া প্রার্থনা করি।
শেখ বজলুল রহমানের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন।
উল্লেখ্য ৩০ নভেম্বর ২০১৯ রোজ শনিবার বিকালে শেখ বজলুল রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত করেন।
শেখ বজলুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। গত কমিটিরও তিনি সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।