মোঃ ইব্রাহিম হোসেন: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান এর জন্মদিন উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ মার্চ ২০২১ রোজ মঙ্গলবার বাদমাগরিব মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জন্মদিনের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়া চান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান, ঢাকা উওর সিটি কর্পোরেশন পক্ষ থেকে, ৩১, ৩৩, ও ৩৪ নং ওয়ার্ড (সংরক্ষিত কাউন্সিলর) ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উওর সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন, ঢাকা উওর সিটি কর্পোরেশন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ খলিলুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল হক মন্ডল, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেব লীগের সভাপতি লায়ন এম এ লতিফ, মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান, সহ-সভাপতি ও ঢাকা-১৩ আসনের এম.পি আলহাজ্ব সাদেক খান’সহ সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।