মোঃ ইব্রাহিম হোসেনঃ সারা দেশের ন্যায় ঝিনাইদহতেও শীত বেড়েছে। এতে অভিজাত বিপণি-বিতানের পাশাপাশি ফুটপাতে বেড়ে গেছে শীতের পোশাক বিক্রি। ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবাই নিজের এবং পরিবারের সদস্যদের জন্য শীতের জামা-কাপড় কিনছেন। তাই সকাল-বিকালে ফুটপাতগুলোতে জমে উঠেছে শীতের কাপড় বেচাকেনা।
রবিবার (২২ জানুয়ারি) ঝিনাইদহ শহরের বিভন্ন এলাকার ফুটপাতজুড়ে বসা শীতের কাপড়ের দোকানগুলো ঘুরে দেখা যায়, সব দোকানের সামনেই ক্রেতার আনাগোনা।
সরেজমিন ঘুরে দেখা যায়, শীত থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতা বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে-শুনে কম দাম করে তারা কম দামের এসব নতুন এবং পুরনো কাপড় কিনছেন।
ফুটপাতের দোকানে কাপড় কিনতে আসা এক যুবক বলেন, শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরনো কাপড়ের দাম তুলনামূলক কম, আর দেখতেও খুব ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। আমি একটি হুডি ও জ্যাকেট কিনেছি বলে জানিয়েছেন এই ক্রেতা।
এ ব্যাপারে জানতে চাইলে দোকানদার হাফিজ মন্ডল বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে দোকানে বিক্রি করি। দাম কম হওয়াতে বেচাকেনা ভালো হচ্ছে। এ সময় শীত যতই বাড়বে এই কাপড়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে।
এসব ফুটপাতে হুডি, এয়ারপ্রুফ ও ডেনিমের জ্যাকেট, কোট, বাচ্চাদের শেরপা, সোয়েটার, হাত মোজা, পা মোজা, কানটুপি, ট্রাউজার, নারীদের কার্ডিগান, লং কোট, উলের চাদরের বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।