যখন যার যেখানে রক্তের প্রয়োজন হয়। শুধুমাত্র ফেইসবুকের একটি পোষ্টের মাধ্যমে অসুস্থ রক্তের প্রয়োজন এমন অসহায় গরীব মানুষের কল্যানে রক্তের ব্যবস্থা করে দেন এই সংগঠন। কিন্তু এবারের তীব্র শীতের কারণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে তরুনদের এই সংগঠন। দেশব্যাপী প্রায় কয়েক’শ মানুষের জন্য তারা নিজ উদ্যোগে শীত বস্ত্র বিতরন করেছেন।
রাজধানী ঢাকা সহ ঠাকুরগাঁও এবং শ্রীমঙ্গলের বেশ কয়েকটি এলাকা ঘুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। জাতীয় রক্তদান কর্মসূচী সংগঠনের এক তরুন নাঈম হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, যেসব অসহায় মানুষগুলো চিকিৎসা নিতে গিয়ে রক্তের প্রয়োজন হয়। তাদের জন্য রক্ত যুগিয়ে তাদের সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।আরেক তরুন সংগঠক মাহতাব উদ্দিন বলেন, আমরা আমাদের পরিচিত এবং অপরিচিত সহপাঠী বা বন্ধু-বান্ধব কে বলে সেই অসহায় মানুষগুলের জন্য রক্তের ব্যবস্থা করে দেই।
এছাড়াও, অনেক প্রসুতি মায়ের জন্য রক্তের প্রয়োজন হয়। তাদের জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকে। আমাদের এই সংগঠনে অসংখ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং চাকুরীজীবি তরুন তরুনী রয়েছে। যাদের কারণে আমরা পুরো দেশ জুড়ে যাদের রক্তের প্রয়োজন তাদের জন্য রক্ত যোগাতে একে অপরকে সহায়তা করি।
রক্তদান জাতীয় পরিবারের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম সোহাগ বলেন, আমরা যারা তরুন প্রজন্ম আছি। সবাই যেন নিয়মীত রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করি। এছাড়াও আমরা যারা সাবলম্বী আছি সবাই মিলে প্রতিটি দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।