September 16, 2024, 7:18 am
শিরোনামঃ
ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে আমেরিকা: পররাষ্ট্রসচিব তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন মহানবী (সা.) : বাংলাদেশ ন্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি বা প্ররোচনার বিষয়ে আওয়ামী লীগের সতর্কতা বন্যার্তদের সহায়তায় তোলা ত্রাণের টাকার বিষয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ হিজবুত তাহরির, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে ছিলাম না: মাহফুজ আলম সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন গ্রেপ্তার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি পদত্যাগের ঘোষণা এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহঃ জাহাঙ্গীর কবির নানক

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা সংসদ টেলিভিশনে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, August 19, 2021
  • 471 Time View

খাস খবর বাংলাদেশঃ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে সংসদ টেলিভিশনে বিশেষ নির্দেশনা সম্প্রচার করা হচ্ছে। অ্যাসাইনমেন্টের সঠিক ধারণা ও মূল্যায়ন সংক্রান্ত এই নির্দেশনা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষা কর্মকর্তাদের দেখার জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আজ ১৯ আগস্ট ২০২১ রোজ বৃহস্পতিবার এই নির্দেশনাটি জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিচিটবি) প্রণীত অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন কার্যক্রম দেশব্যাপী চলমান রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষা কর্মকর্তাদের ওই অ্যাসাইনমেন্টের ওপর সঠিক ধারণা ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনামূলক কিছু সেশন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। ওই সেশনগুলো দেশব্যাপী সম্প্রচারের অংশ হিসেবে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের নির্ধারিত টাইম স্লটে বিকাল সোয়া ৫টা থেকে সোয়া ৬টার মধ্যে সম্প্রচার করা হচ্ছে।

রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে অ্যাসাইনমেন্ট বিষয়ক নির্দেশনার অনুষ্ঠানটি দেখার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও তার আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে এবং প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণী শিক্ষকরা শিক্ষার্থীদের অবহিত করবেন।

অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজ, ‘আমার ঘরে আমার স্কুল’ এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং https://cutt.ly/rQ1zZnb ইউটিউব লিংকেও পাওয়া যাবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102