বক্তব্য রাখছেন রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মনিরুজ্জামান।
মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর ২০২০ রোজ রবিবার বাদমাগরিব টাউনহল মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান।
৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার এর পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় স্বল্প অনুসারে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সমূহ পূর্বের মত ঝাকঝমক ভাবে না করে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।