মোঃ ইব্রাহিম হোসেনঃ শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শামসুল আলম খান মিলন প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কৃষক লীগ।
আজ ২৭ নভেম্বর ২০২১ রোজ শনিবার সকালে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে কৃষক লীগের নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানো শেষে ফরিদুন্নাহার লাইলীর ও কৃষক লীগের নেতারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে। শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, অ্যাডভোকেট রেজাউল করিম হিরণ ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগে সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রতন এবং দক্ষিণের আহসান উল হক পলাশ, মতিন মাষ্টার, হাসান মাহমুদ অপু সহ প্রমুখ।