জনাব রবিউল আলমঃ আমরা সবাই জানি জিয়াউর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছিলো পাকিস্তানীদের অস্ত্র জাহাজ খালাসের মাধ্যমে, মনটা কিছুটা পরিবর্তন হয়েছিলো বাঙালির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম ও পাকিস্তানের পরাজয়ের মধ্য দিয়ে।
খালেদা খানম পুতুল, খালেদা জিয়া কীভাবে হয়েছিলেন ? তার কোনো ব্যাহ্মার করেন নাই তারেক রহমান। তারেক রহমানের জানার কথাও না, ৯১ সংসদে সতন্ত সংসদ মেজর হাফিজ বিস্তারিত ব্যাহ্মা করেছিলেন। আমি একজন সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে নিয়ে ব্যাক্তিগত আলোচনা করতে চাইনা।
তারেক রহমানের মতো এতোটা নিচেও নামতে পারবোনা। বলতে পারবোনা তার বাবা ছিলেন প্রথম রাষ্ট্রপতি, মা কেনো অন্যের অধিনে ছিলো, কেনো তার বাবার লাশ কেনো সার্কিট হাউজে পরে থাকলো ? সঙ্গি সাথিরা পালিয়ে আসলো? আজও কেনো জিয়া হত্যার মামলা হলো না ?
হাজারো প্রশ্ন জাতির মনে, উত্তর খুজে পাওয়া যাবে না। উত্তর খুজার চেষ্টা করছি জিয়ার স্বাধীনতার প্রদক হ্মেতাব নিয়ে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।