বড় অসুখ করেছে আমার
ঔষুধ খাই নিয়ম মেনে চলি,
তবুও তোমাকে দেখার প্রচন্ড ইচ্ছে পোষন করি;
দেখা হবে এমনি আশায় শুধুই দিন গুনি!
অসুখটা লেগে আছে মনের সাথে
যেন মনের আয়না,
কতো ঔষুধ কতো নিয়ম তবুও
কোনভাবেই সেরে যায় না!
শুনেছি তুমি ঔষুধ নিয়ে আসবে
হয়তো সেদিন অসুখটা সেরে যাবে,
যদি আগেই চলে যাই পরপারে
তাহলে কি হবে তোমার ঔষুধে?
সেদিন সারা শরীর ঢেকে দিও ঔষুধে
হাজার বৈঠক করিও কেঁদে কেঁদে,
এ চোখ দেখতে পারবে না তোমাকে
শত কাঁদলেও পারবে না ফেরাতে!!