নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংগে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সংলাপ ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহনের বিষয়ে দলের অবস্থান আগামী বৃহস্পতিবার দলের প্রেসিডিয়ামের সভায় সিদ্ধান্ত গ্রহন করা হবে।