মোঃ ইব্রাহিম হোসেনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলার যে প্রক্রিয়া আমাদের বিরুদ্ধে চলছে, আমি মনে করি এটা সরাসরি জুলুম এবং অবিচার।’ দেশের চলমান অস্থিরতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজ ৮ ডিসেম্বর ২০২০ রোজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রদ্রোহীতার মতো কোন কাজ কিংবা অপরাধ আমরা করিনি। এ মামলা যদি আদালত আমলে নেয়; তাহলে আমি মনে করব এটি আমাদের ওপরে অবৈধ হস্তক্ষেপ। আমরা দেশের জনগণের কাছে এটি তুলে ধরব। আপামর জনগণ এর বিচার করবে।
আজ (৮ ডিসেম্বর) মঙ্গলবার এ সংবাদ সম্মেলনের আহ্বান করেছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশ-এর আমির, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বেলা ১২টা থেকে রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, ৩য়তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।