মোঃ ইব্রাহিম হোসেনঃ
‘মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না; ও বন্ধু’
বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে। ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই। আছে তাঁর গান। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে।
আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে কি দাঁড়াচ্ছি? অবশ্যই অনেকে আছে প্রতিনিয়ত আপাদে-বিপদে সব সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং দানশীল ব্যক্তি জনাব নুরে আলম সিদ্দিকী হক, মানুষের আপাদে-বিপদে সব সময় পাশে থাকেন।
তিনি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনে (ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবাতেও) অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবাতে, অক্সিজেন সিলিন্ডার প্রদান করায়, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জনাব নুরে আলম সিদ্দিকী হক কে অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।