মোঃ ইব্রাহিম হোসেন ॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ ২০২২ রোজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী হক।
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাসিবুল হক তুহিন, বিপ্লব মুক্ত বিশ্বাস, আবুল হোসেন বাবলু সহ প্রমুখ।
সভায় সদর উপজেলা কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।