মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজবাড়ী শহরের পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার পাছিয়েছেন দৈনিক জনতার আদলত পত্রিকার সম্পাদক, রাজবাড়ী-২ আসনের জননন্দিত নেতা, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের কৃষক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী হক।
আজ ২ মে ২০২২ রোজ সোমবার বিকেলে দৈনিক জনতার আদালত কার্যালয় থেকে রাজবাড়ী শহরের ১৪ জন পত্রিকা বিক্রেতার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
এসময় দৈনিক জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সমকাল জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চিকন চাল, আলু, সেমাই, দুধ, চিনি, কিসমিস।
নুরে আলম সিদ্দীকী হক বলেন, ঈদ আনন্দের বারতা নিয়ে আসে। সবাই সুন্দরভাবে হাসিমুখে ঈদ উদযাপন করুক এ ভাবনা থেকেই পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার দেওয়া হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।