ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি :-কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বাবু বিশ্বাসের ধানক্ষেত থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন আসে কালুখালী থানায়, জানানো হয় মরদেহের তথ্য। সেই তথ্যের ভিত্তিতে সাওরাইল ইউনিয়নের কাউয়াখোলা গ্রামের বাবুর ধানক্ষেত থেকে উদ্ধার করে অজ্ঞাত নারীর (২৬) মরদেহ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ থেকে ফোনের মাধ্যমে আমরা এমন সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।শুক্রবার সকালে নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪দিন আগে নারীর মরদেহ ধারক্ষেতে ফেলে রাখা হয়। ধানক্ষেতে পানি থাকায় নারীর মরদেহ পচে গেছে। যে কারণে আঘাতের চিহ্ন বোঝার কোন উপায় নেই।
সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, রাতে খবর পাই কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের একটি বিলের ধান ক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ দেখা গেছে। আমরা লাশটিকে উদ্ধার করে মর্গে পাঠাই। এখন পর্যন্ত লাশটির পরিচয় সনাক্ত করাা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যা।