ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধিঃ
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ – এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে গ্রামীন ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক কালুখালী শাখার সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন, যোনাল ম্যানেজার উত্তম কুমার শীল।
অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার মোঃ রায়হান উদ্দিন,কালুখালী শাখা ব্যবস্থাপক পলাশ শঙ্খ বণিক গ্রামীণ ব্যাংক কালুখালী শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক পলাশ শঙ্খ বণিক জানান, বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উপলক্ষে চলতি সপ্তাহে কালুখালীতে ৩ হাজার গাছের চারা বিতরন করা হবে। এ কর্মসুচি মাসব্যাপী অব্যাহত থাকবে।