February 14, 2025, 5:34 am
শিরোনামঃ
বাংলাদেশের বিষয়গুলো নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিএনপি নেতা মোঃ মনোয়ার হাসান জীবনের বহিষ্কারাদেশ প্রত্যাহার রুহুল কবির রিজভীর বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দিন: ড. নাজমুল করিম খান কালুখালী রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত।। প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন কেন খাওয়া উচিত? আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের পবিত্র শব-ই-বরাতে ফোটানো যাবে না আতশবাজি ও পটকা ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতপন্থি পল কাপুর পবিত্র শবে বরাত উপলক্ষে মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার) এর শুভেচ্ছা

রাজবাড়ীর পাংশায় সাংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, July 16, 2024
  • 60 Time View

ইমরান খান. রাজবাড়ী জেলা প্রতিনিধি :- রাজবাড়ী পাংশায় সাংবাদকর্মীদের সঙ্গে মতি বিনিময় সভা করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির।

আজ মঙ্গলবার (১৬ই জুলাই) সকাল ১১ টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই মতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির, আরএমও ডাঃ দেলোয়ার হোসাইন, মেডিকেল অফিসার, ডাঃ ফাহিম আহমেদ,

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, কবি নাট্যকার সাংবাদিক সেলিম মাহমুদ,
দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মাসুদ রেজা শিশির,বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ,
পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,
দৈনিক আজকের আলোর আবদুর রশিদ, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক কালবেলা শামীম হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন, দৈনিক ট্রাইবুনাল পাংশা প্রতিনিধ আল আমিন বিশ্বাস, দৈনিক জয়সাগর জেলা প্রতিনিধি হামজা শেখ সহ রাজবাড়ী জেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির,

বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসার মান আরো উন্নত করতে । হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার পরিছন্ন করতে হবে।
কমিউনিটি ক্লিনিক গুলো তে নিয়মিত ডাক্তারের তদারকি করতে হবে,এবং সাংবাদিকরা যে কোন তথ্যের জন্য আসলে সনমানের সাথে যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে,অন্য জেলা থেকেও এই হসপিটালে রোগী সেবা নিতে আসে, সময় মত সেবা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ও কমবে।

নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে বিষয় আলোচনা করেন সাংবাদিকের সাথে। সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্যসেবার নানা ধরনের অনিয়মের বিষয় উল্লেখ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির বলেন আমি যথাযথ ভাবে চেষ্টা করবো পাংশার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার জন্য। এ বিষয়ে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102