ইমরান খান. রাজবাড়ী জেলা প্রতিনিধি :- রাজবাড়ী পাংশায় সাংবাদকর্মীদের সঙ্গে মতি বিনিময় সভা করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির।
আজ মঙ্গলবার (১৬ই জুলাই) সকাল ১১ টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই মতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির, আরএমও ডাঃ দেলোয়ার হোসাইন, মেডিকেল অফিসার, ডাঃ ফাহিম আহমেদ,
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, কবি নাট্যকার সাংবাদিক সেলিম মাহমুদ,
দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মাসুদ রেজা শিশির,বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ,
পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,
দৈনিক আজকের আলোর আবদুর রশিদ, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক কালবেলা শামীম হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন, দৈনিক ট্রাইবুনাল পাংশা প্রতিনিধ আল আমিন বিশ্বাস, দৈনিক জয়সাগর জেলা প্রতিনিধি হামজা শেখ সহ রাজবাড়ী জেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির,
বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসার মান আরো উন্নত করতে । হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার পরিছন্ন করতে হবে।
কমিউনিটি ক্লিনিক গুলো তে নিয়মিত ডাক্তারের তদারকি করতে হবে,এবং সাংবাদিকরা যে কোন তথ্যের জন্য আসলে সনমানের সাথে যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে,অন্য জেলা থেকেও এই হসপিটালে রোগী সেবা নিতে আসে, সময় মত সেবা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ও কমবে।
নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে বিষয় আলোচনা করেন সাংবাদিকের সাথে। সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্যসেবার নানা ধরনের অনিয়মের বিষয় উল্লেখ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরেফিন মুক্তাদির বলেন আমি যথাযথ ভাবে চেষ্টা করবো পাংশার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার জন্য। এ বিষয়ে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।