ইমরান খান রাজবাড়ী প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি- এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার ১৫ মার্চ রাজবাড়ী কালুখালী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো। আলোচনা সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, মুক্তিযোদ্ধা আকামত আলী, সোবহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।