January 25, 2025, 6:41 pm
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহি নিহত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম বাউফলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন কালুখালীতে চাঁদা না পেয়ে কলেজের প্রভাষক স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে যখম, আটক-৩ ছাত্র-জনতা আন্দোলনে জামায়াত নেতারা কি শরীক ছিল ? প্রশ্ন এ্যাড. জহিরুল ইসলাম অপু নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? প্রশ্ন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপিঃ হাসনাত আবদুল্লাহ আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল: ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল

রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, December 9, 2024
  • 46 Time View

ইমরান খান রাজবাড়ী জেলা প্রতিনিধি।।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আলী জিন্নাহ, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজোলা প্রকল্প কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ সাইফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার এনজিও প্রতিনিধিগণ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কালুখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আলী জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

সভায় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, এনজিও প্রতিনিধি আবু হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় এনজিও প্রতিনিধিগণ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102