ইমরান খান, রাজবাড়ীঃ সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারে মোটরসাইকেলে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন। উপজেলার সোনাপুর মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী সোনালী আক্তার (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ। ওসি জানান, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে করে আল আমিন ও তাঁর স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইলটি ধাক্কা খায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন।
ইমরান খান
রাজবাড়ী, মোবাইল ০১৯২৯৭৬৬৪৮৫