ইমরান খান। রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলের ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। তাঁরা দুর্ঘটনার শিকার দুটো ট্রাকের দুই সহকারী (হেল্পার)।
আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়াগামী একটি ফলবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ট্রাকের পেছনে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।’
ওসি মো. হারুন অর রশিদ আরও বলেন, ট্রাকটি আাটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে, তাঁকে আটকের চেষ্টা চলছে।’