আশিক হাসান সীমান্ত রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তরগত জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামে গাছচাপায় এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার ( ১৭ জানুয়ারি) বেলা ২ ঘটিকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামে রাইসা (৪) পিতা রিয়াজুল ইসলাম বাড়ির পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মারা যায়। মৃতের এর আত্মীয়-স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায় পাশের বাড়ি ফেলু বিশ্বাস পিতা গহের বিশ্বাস বিক্রয় কৃত গাছ বেপারী কাটার সময় শিশু রাইসা খেলাধুলা দৌড়াদৌড়ি করছিলো এমন সময় অসাবধানতায় গাছের ডালপালা সহ শিশুটির উপরে পরে শিশুটিকে চাপাদেয়।
স্হানীয় লোকজন তাৎক্ষণিক রাইসাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে তার পিতার বাড়িতে আছে।