রাজনীতি মানুষের চরিত্র গঠন ও হরন করে, ক্ষমতায় করে অন্ধ
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Friday, December 31, 2021
206 Time View
জনাব রবিউল আলম
যেই মানুষগুলোর গুনে, গুনা নিত হয়ে রাজনীতিতে এসেছিলাম। রাজনীতির জন্য যাদের সাহচর্য পেয়েছিলাম এবং পাচ্ছি, নিজের চরিত্র গঠন করে নিতে সক্ষম হয়েছি। কতটুকু পেরেছি, সেই বিচার নিজে করতে পারবো না। তবে মনটা কে অন্যায়ের সাথে মিলিয়ে নিতে পারছি না। জাতির পিতার ব্যাক্তিত্ব, ইন্দিরা গান্ধীর নেতৃত্ব রাজনীতির জন্য উৎসাহিত হয়েছি। জীবনের অনেক স্বপ্নকে হত্যা করেছি, লক্ষ্য অর্জন করতে পারিনি :রাজনৈতিক চাতুর্তা জন্য। বুঝতে পারিনি, একজন ভালো বক্তা ভালো সংগঠক না। একজন ভালো লেখক, ভালো মানুষ, ভালো রাজনৈতিক নেতা হতে পারে না। রাজনীতির জন্য চতুর্মাত্রিক জ্ঞানের প্রয়োজন। বর্তমান রাজনীতির জন্য দুঃচরিত্রাদের প্রসার অতিমাত্রায় বিকশিত অনেকটা ভাবনার বিষয়। মিথ্যার রাজনীতি, বহিঃবিশ্বের অর্থে জাতির মঙ্গল হতে পারে না। আমার বিশ্বাস দিয়ে সব চলবে না, চলেও না। রাজনীতি ত্যাগের, অর্থ, সময়, জীবন যৌবন মানুষের কল্যাণে ব্যায় করাকেই বিবেচনায় নিতে হয় অমরত্বের জন্য। এখনকার রাজনীতি ভোগের মাধ্যমে অমরত্ব চায়, যা হিতে বিপরিত হয়ে মানুষের অকল্যাণের কারন হয়ে নিজের উপর বর্তায়। খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে আন্দোলনের চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে ? মিথ্যা তথ্য, মুরোদ ছাড়া আন্দোলনের চেয়ে আবেদন করাই অতি উত্তম ছিলো। আইনের ব্যাক্ষায় জাতির জনকের হত্যার বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো ইনডেমনিটি অধ্যাদেশ। খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টিতে কোনো আইন তৈয়ার করা হয় নাই। মানবিকতা জন্য জেল থেকে হাসপাতালে। বাংলাদেশের সর্বোচ্চ এবং বিদেশ থেকে চিকিৎসক আনারও অনুমতি দেওয়া হয়েছে, তারপরেও বিএনপির প্রশ্ন, ক্ষমতায় না-কি আওয়ামীলীগকে অন্ধ করে রেখেছে। ক্ষমতার অন্ধত্ব আমরা দেখেছি, যৌথ বাহিনীর অভিযানের নামে নারী নির্যাতন, নিরহ মানুষের ঘর বাড়ী পোড়ানো। গ্রাম ছাড়া,শহর ছাড়া। একের পর এক মিথ্যে মামলা- হামলায় জর্জরীত হয়ে আত্মগোপনে বাদ্য হয়েছিলাম। রাজনৈতিক জীবনে তখন ও এখনো কোনো প্রতিপক্ষকে আঘাত করিনি। তারপরেও সজল হত্যা সহ একাধিক মিথ্যে মামলার আসামী করা হয়েছিলো আমাকে, আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি সহ অনেকেরে। আজ মানবিকতার ও গনতন্ত্রের প্রশ্ন তোলা হয়।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।