March 29, 2024, 12:32 pm
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুরে এতিম শিশুদের ইফতার করালেন আলহাজ্ব মোঃ সাদেক খান নিষেধাজ্ঞার মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত চাঁদর পুড়িয়ে পণ্য বর্জন হয় না,ভারতীয় পণ্যে অর্জিত রক্ত বর্জন করুণ স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ যুব মহিলা লীগের শ্রদ্ধা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লিটন মাস্টার এর ঈদ উপহার বিতরণ পপুলার লাইফ পর্ষদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে বিএসইসি টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সাত্তার সওদাগর রোজাদারদের ইফতার করালেন সঠিক ইতিহাস রচনার বিকল্প নাই : জেবেল – মোস্তফা ভোক্তার অধিকার রক্ষা, ডাল চাল,আলু পেয়াজ মাংসে সীমাবদ্ধ নয় শেখ হাসিনার বিকল্প নাই বলে আওয়ামীগারদের এতো কষ্ট

রাজনীতিবিদরা নীতিবান, দেশপ্রেমিক, যোগ্য হলে কোন অগ্রগতিই অসম্ভব নয়ঃ আব্দুর রহমান শাহ্

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, January 19, 2023
  • 586 Time View

উন্নয়ন একটি জাতীয় ও আপেক্ষিক বিষয়, শ্রীলঙ্কা উন্নয়নশীল, শিক্ষিত, কর্মঠ দেশ ছিলো এক তামিল বিদ্রোহে ৫০ বছর পিছিয়ে গেলো। সেখানেও উন্নয়ন হয়েছে তবে সে উন্নয়ন পেটে ভাত দিচ্ছে না। দেশ রাষ্ট্র দেউলিয়া হয়েছে। পাকিস্তানেও উন্নয়ন হয়েছে কিন্তু দেশ দ্রুত গতিতে দরিদ্র হচ্ছে, সন্ত্রাস বাড়ছে।

জ্বালানি তেল, গ্যাস এর দাম বাড়লে এনার্জির দাম বাড়বে, সে ক্ষেত্রে ওয়াষ্টেজ, চুরি কমিয়ে এবং যে দেশের তেল গ্যাস কম দাম সেখান থেকে আমাদানি ও চট্টগ্রাম তেল শোধনাগার বিএমআরই করে সহনীয় অবস্থায় রাখা সম্ভব। জালানির দাম বাড়লে মুদ্রাস্ফিতি বাড়বে, দ্রব্য মূল্য বাড়বে, মানুষের কষ্ট বাড়বে, দরিদ্রা বাড়বে, রাজনৈতিক অশান্তি বিশৃঙ্খলা বাড়বে, আন্দোলন সংগ্রাম বাড়বে। সরকার চেষ্টা করলে দুর্নীতির লাগাম টেনে, মাদক মুক্ত করে, ক্যাপাসিটি ট্যাক্স বন্ধ করে, ভর্তুকির অর্থ সাশ্রয় করে, অপ্রয়োজনীয় পন্য আমদানি বন্ধ করে, সরকারী কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমন বিদেশে অর্থ পাচার বন্ধ করে, হুন্ডি ব্যাবসা বন্ধ করে উন্নয়ন বৈদেশিক মুদ্রার কনজার্ভেটিভ করে সকল উন্নয়ন অব্যাহত রেখেও আরো অর্থ সাশ্রয় হবে, জনদুর্ভোগ কমবে, সরকারও জনপ্রিয় হবে। দেশে উৎপাদনশীলতা বাড়বে, জিডিপি ডাবল ডিজিট হবে।

আমাদের দেশে প্রায় ২ কোটি লোক মাদক বিক্রি, সেবন, পরিবহন, ডিলার, আমদানি কারক, সরবরাহ কারীর সাথে জড়িত। সরকারি রেভিনিউ খাত, সেবা খাত, উন্নয়ন খাত, পারচেজ ও মার্কেটিং, শিল্প, বানিজ্য খাতে ২০% থেকে ৪০% অপচয়, ওয়াষ্টেজ, কোনো কোনো ক্ষেত্রে প্রক্কলন, প্রকিউরমেন্ট পলিসি তৈরী করার সময় ২ গুন ৩ গুন মূল্য/ব্যয় ধরা হয় তারপর আবার টাইম ল্যাপস করে ব্যয় বৃদ্ধি, নিম্ন মানের ও অটেকসই কাজ করা হয় এর ফলে ব্যয় বৃদ্ধি পায়। দেশের অর্থনীতির ৪০% নিয়ন্ত্রণ করে অনৈতিক, হিসাব বহির্ভুত কালো টাকা, কালো বানিজ্য। এর ফলে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। এই সব কালো টাকা দেশে বিনিয়োগ না হয়ে বিদেশে পাচার হয়ে যায়। জনসংখ্যা বাড়ে কর্মসংস্থাণ বাড়ে না। চিরকাল মানুষের এক ভাবে যায় না। স্থান, কাল, সময়, ভাগ্য পরিবর্তনশীল, নগদ অর্থ ও স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর যোগ্য, সেক্ষেত্রে চলমান গতিশীল বলা যায়। মিনিমাম ব্যয়, অপ্টিমাম ডেভেলপমেন্ট, সুসম বন্ঠন, কল্যান মুখি, সেবামূলক, ন্যায়নীতি, ন্যায় বিচার, আদর্শ রাষ্ট্র জনগনের কাম্য। রাজনীতিকরা নীতিবান, দেশপ্রেমিক, যোগ্য হলে কোন অগ্রগতিই অসম্ভব নয়। জনবহুল দেশ হিসেবে আমাদের দরকার দেশ প্রেম, আদর্শ তবেই আদর্শ রাষ্ট্র হতে পারবো, বিশ্ববাসীর কাছে, বিশ্ব সংস্থায় মূল্যায়ন হবে।

লেখকঃ সাবেক ব্যাংকার ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক জনাব আব্দুর রহমান শাহ্।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102