মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর মোহাম্মদপুর ২৯নং ওয়ার্ড এলাকায় ছিনতাই ও ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম রতন ও রাশিদা ইসলাম এর একমাত্র সুযোগ্য সন্তান রতন-রাশিদা ইসলাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম রানা এর নেতৃত্বে একদল যুবক।
মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীরা সক্রিয় হয়েছে বলে মঙ্গলবার দিবাগত রাত ১২টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এমন খবর ছড়িয়ে পড়ার আগেই ছিনতাই ও ডাকাতির শিকার হয় ঢাকা উদ্যান, সাত সমজিদ হাউজিং, ৪০ ফিট এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ রাতে অন্তত দেড় শ ছিনতাইকারী পুরো এলাকাজুড়ে সক্রিয় ছিল। তাদের হাতে ছিল ধারালো দেশীয় অস্ত্র। ছিনতাইকারীদের কেউ পায়ে হেঁটে ছিনতাই ও ডাকাতি করেছে। কেউ এসেছিলেন মোটরসাইকেল, লেগুনা ও পিকআপ ভ্যানে৷। ছিনতাই ও ডাকাতির বিষয়ে স্থানীয়দের মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করা হয়৷ একইসঙ্গে এলাকাবাসীকে বাসা থেকে বের হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা।
ছিনতাই ও ডাকাত আতঙ্কের বিষয়ে রতন-রাশিদা ইসলাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম রানা জানান, দীর্ঘ তিন বছর যাবত আমার বাবা-মায়ের দেখানো পথে, মানুষের সেবার উদ্দেশ্যে রতন-রাশিদা ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে, সকলের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছি, একই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে রাতে পাহারা দেয়ার জন্য নিজে নিয়োজিত হচ্ছি, যতদিন পর্যন্ত এই এলাকা আইন-শৃঙ্খলার আওতাধীন না হয়। সকলের নিকট আমার অনুরোধ নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সবাই দল-মত, ধর্ম, শ্রেণী ভুলে গিয়ে নিরপেক্ষ ভাবে মিলেমিশে বাঙালি জাতি হিসেবে নিজ এলাকার হেফাজত করি ও সুন্দর দেশ গড়ে তুলি ।