মোঃ ইব্রাহিম হোসেনঃ পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ডের ৫ নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগের সংগ্রামী সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক আলহাজ্ব মোঃ রুস্তুম আলীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ডের ৫ নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন তিনি। ইফতারের আগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্যামলী ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় আলহাজ্ব মোঃ রুস্তুম আলী বলেন, পবিত্র মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে আমি আনন্দিত।