মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রাথী রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা জনাব হাবিবুর রহমান ইমন মুন্সীর সৌজন্যে ২৯ নং ওয়ার্ড এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি, মোহাম্মদপুর থানা ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম, রাজদ্বীপ রয়েল, সাবেক সহ-সভাপতি, মোহাম্মদপুর থানা ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম, রিপন আহম্মে, সাবেক সহ-সভাপতি, মোহাম্মদপুর থানা ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম, যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবকদল, ঢাকা মহানগর উত্তর, আজমীর হোসেন রুবেল, সদস্য সচিব, ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর। এছাড়াও কম্বল বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানের প্রধান বক্তা হাবিবুর রহমান ইমন মুন্সী বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।