মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও আগামী কাউন্সিলে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) তার ব্যবসা প্রতিষ্ঠান ‘লিটন মাষ্টার টেইলার্স এন্ড্ ফেব্রিক্স’ এর উদ্যোগে প্রতি বছর রোজাদারদের উন্নতমানের ও স্বাস্হ্যকর ইফতারি করিয়ে থাকেন।প্রতি বছর রোজার মাস আসলে তিনি অসহায় পথচারী, মাদ্রাসার ছাত্র, শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার খাওয়ান।
আজ ৪ এপ্রিল ২০২২ রোজ সোমবার ইফতার পূর্ব মুহূর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, দোকানের পাশে ত্রিপাল বিছিয়ে দেওয়া হয় রোজাদারদের ইফতার করার জন্য।
উপস্থিত লোকজনের সঙ্গে আলাপকালে জানা যায়, এ প্রতিষ্ঠানের মালিক মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) এর পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন মানুষকে ইফতার খাওয়ানো হয়। গত কয়েক বছর যাবত এ কার্যক্রম চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) জানান, রোজাদারদের ইফতার করানো সাওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না সেই চিন্তা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষুদ্র আয়োজন।প্রথম রোজা থেকে শুরু হয়ে ইফতারের এ আয়োজন প্রতিবছরের ন্যায় শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে।