মোঃ ইব্রাহিম হোসেন: রাজধানী মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিপার্টমেন্ট-ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, মোঃ সারোয়ার খালেদ (এমডি), চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা। শুভেচ্ছান্তে ছিলেন, অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল মো: জসিম উদ্দীন আহম্মেদ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তেজগাঁও কলেজ, ঢাকা, মো: জহুরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল গোবিন্দগঞ্জ মহিলা কলেজ, মোঃ মোকলেছুর রহমান (লিটন মাস্টার) বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক, আমজাদ আলী খান, চেয়ারম্যান চন্দ্রিমা রিয়েল এস্টেট, সাবিনা ইয়াসমিন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। এসময় সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।