মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ঢাকা মহানগর-উত্তর ৯৫ নম্বর ওয়ার্ড ভাষানটেক থানার কমিটি ঘোষণা করা হয়েছে।
‘কৃষক বাঁচাও- দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে সেম্মেলনে ভোটাভুটির মাধমে সংগঠনের সভাপতি মোঃ রকিবুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক মোঃ হাসান বেপারী নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ তিন বছর।
২ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার ঢাকা মহানগর-উত্তর ভাষানটেক থানার বিআরবি ক্যাবল ৪ নম্বর গেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ হালিম খান।
এ সময় উপস্থিত ছিলেন, সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম এবং সমন্বয়কারী শফি বয়াতি এবং ভাষানটেক থানা সহ-সভাপতি মোঃ শামসুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন এবং ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
পরে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন, ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম।
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।