মোঃ ইব্রাহিম হোসেনঃ “কৃষক বাচাঁও -দেশ বাঁচাও” এ শ্লোগান নিয়ে ঢাকা মহানগর উত্তর আদাবর থানার ৩০ নং ওয়ার্ড, কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার বাদমাগরিব শ্যামলী হিলটাউন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন থেকে আগামী ৩ বছরের জন্য আদাবর থানা কৃষক লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দানশীল ব্যক্তি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গরিব সিরাজ এর স্বাক্ষরিত আদাবর থানার ৩০ নং ওয়ার্ড কৃষক লীগের নব-গঠিত কমিটিতে মোঃ আরমানকে সভাপতি ও মোঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হালিম খান এর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলাপ-আলোচনা করে কমিটি ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এ.কে.এম আজম খান।
সম্মেলন উদ্বোধন করেন, আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন, আদাবর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোঃ সালাউদ্দিন শামীম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন কাওসার, সদস্য আবু রাশেদ খান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, আদাবর থানা কৃষক লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মানুষ গড়ার কারিগর মোঃ গরিব সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন, শের-ই-বাংলা নগর থানা কৃষক লীগের সংগ্রামী সভাপতি মোঃ কামাল পাশা, মোহাম্মদপুর থানা কৃষক লীগের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ, শের-ই-বাংলা নগর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জয়, মোহাম্মদপুর থানা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদপুর থানা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক শ্রী ক্ষিতিশ চন্দ্র রায় এবং আদাবর, মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।
জানতে চাইলে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আদাবর থানা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি এবং মানুষ গড়ার কারিগর মোঃ গরিব সিরাজ বলেন, দেশে কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃষির প্রসার ঘটিয়ে পরিবর্তন আনতে কাজ করে চলেছি আমরা।