মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর তুরাগ থানার ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২০) অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ অক্টোবর ২০২০ রোজ সোমবার বিকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুরাগের বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে পাশে জজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৫২নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ। বিশেষ অতিথি দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন তুরাগ থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাউনিয়া একতা কল্যাণ সমিতির সভাপতি সাজেদুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমন চন্দ্র সরকার দলু। অনুষ্ঠান পরিচালনায় করেন তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম দোলন।
অনুষ্ঠান শেষে তুরাগের ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পদে সুমন চন্দ্র সরকার দলু ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়। পরে ঘোষণা করা হয় ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের ইউনিট কমিটির নির্বাচিত সদস্যদের নাম।
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।