মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসিম পরিবহনের পার্কিং থাকা অসীম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় বাসটির ভেতরে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয় জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে। এ সময় রবিউল নামে আরেক শ্রমিক দগ্ধ হয়। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়েছে। তারা দুজন বাসটির হেলপার।
রবিবার (২৯ অক্টোবর) ভোরে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল শুরু হওয়ার পৌনে ৩ ঘণ্টা আগে ভোর রাত ৩ টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটিই বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যার প্রথম ঘটনা।
ঘটনাস্থল থেকে সকাল সাড়ে আটটার ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ঢাকা টাইমসকে বলেন, কারা বাসে আগুন লাগালো বা কিভাবে বাসটি পুড়ে প্রানহানি ঘটল, তদন্ত করা হচ্ছে।
সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খাস খবর বাংলাদেশকে বলেন, নিহত বাস হেলপারের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে নাঈম। বর্তমানে ডেমরার হাজী নগর থাকতেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।