মোঃ ইব্রাহিম হোসেনঃ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর সুস্থতা কামনা করে রাজধানী আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জানুয়ারি ২০২১ রোজ শুক্রবার বাদজুমা রাজধানী আদাবর থানায় বায়তুস সালাম জামে মসজিদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল’সহ করোনা আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
গত কয়েক দিন ধরে হালকা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান তিনি। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
বর্তমানে যুবলীগের এ নেতা মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।